মালদা , তনুজ জৈন ৮ই এপ্রিল রাস্তা তৈরীতে বেনিয়মের জন্য ইঞ্জিনিয়ার কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। মঙ্গল বার সকালের চাঞ্চল্যকর ঘটনা বহিয়ে পরে হরিশ্চন্দ্রপুর বেলাসুর গ্রামে। জানা গিয়েছে হরিশচন্দ্রপুর ২নং ব্লকের পশ্চিম বেকসুর থেকে মালিওর বাধ রোড ৩০৫পর্যন্ত ১৩৭০ মিটার প্লেবার ব্লক হচ্ছে।রাস্তার কাজ শেষ হওয়ার পরও সাইকেল বাইক চালানো যাচ্ছে না সাইকেল বাইক চালাতে গেলে রাস্তা ক্ষয়ে যাচ্ছে এমন তাই জানা যাচ্ছে। এলাকাবাসীদের দাবি ইঞ্জিনিয়ার সিডিউল না মেনেই এই রাস্তার কাজ চালাচ্ছে এবং স্থানীয়রা সিডিউল দেখতে ছেলে তাতেও রাজি হয়না ইঞ্জিনিয়ার। জানা যায় স্থানীয়রা বহুবার এ বেনিওমি কাজের কাজের কথা বলেছেন কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি এবং এটাও জানান যে সেখানকার কিছু স্থানীয় ম”স্তা”নদেড় কে টাকা খাইয়ে নিম্ন মানের কাজ করছেন। স্থানীয়রা বলেন যতদিন না সিডিউল মেনে কাজ হবে তত দিন কাজ বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজাহারুল হক বলেন ,সিডিউল মেনে কাজ হচ্ছে তবে রাস্তার ঢালাই দুপাশে খারাপ হওয়ার কারণে এই অবস্থা এবং সেটি পুনরায় ঢালাই করে দাওয়া হবে। সিডিউল অনুযায়ী দু ইঞ্চি বালির উপরে প্লেভার ব্লক বসানোর নিয়ম রয়েছে , ডাস্ট দেয়ার নিয়ম নেই রাস্তা মজবুতের জন্য আমরা নিজেরাই ডাস্ট দিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + eight =