মালদার কালিয়াচকে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

মালদার কালিয়াচকে পুকুর থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম। পুকুরের জল বের করে আগ্নেয়াস্ত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় জড়িত চলল মালদা জেলার কালিয়াচক থানার নতুন বেগুনটোলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আনারুল শেখ নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে অস্ত্র কারবার এর সাথে যুক্ত আনারুল। পুলিশি জেরায় আনারুল দাবি করে তার বাড়ির কাছে একটি পুকুরে সে আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম লুকিয়ে রেখেছে। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই পুকুর থেকে জল বের করার কাজ শুরু করে কালিয়াচক থানার পুলিশ। পুকুরে আগ্নেয়াস্ত্র খোঁজার কাজ চালাচ্ছে পুলিশ। আগ্নেয়াস্ত্র তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − four =