পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শাসকদলের কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে জনসভা। উপস্থিত থাকছেন রাজ্যের সভাপতি। সেই সভাস্থল পরিদর্শন করে সভার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে গেলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের মাঠে জেলা তৃণমূলের কিষান মজদুর খেত ইউনিয়নের ডাকে আগামীকাল রবিবার জনসভার আয়োজন করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এই জনসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন তৃণমূলের কিষাণ খেত মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত থাকছেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী, রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, নিহাররঞ্জন ঘোষ সহ শাসকদলের অন্যান্য জেলা নেতৃত্ব। শনিবার সেই সভায়স্থল পরিদর্শন করে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। যিনি আবার তৃণমূলের কিষান খেত মজদুর ইউনিয়নের মালদা জেলা সভাপতির দায়িত্ব আছেন। মন্ত্রী তাজমুলের সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা, মহিলা তৃণমূল নেত্রী শামিমা রহমান। তৃণমূল নেতৃত্বের আশা আগামীকাল সমগ্র জেলা থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক আসবে। পঞ্চায়েত ভোটের রূপরেখা এবং পরিকল্পনা নিয়েই বার্তা দিবে নেতৃত্ব।

প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, আগামীকাল আমাদের রাজ্যের সভাপতি পূর্ণেন্দু বসু আসছেন। এছাড়াও জেলার সকলে থাকবেন। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে এই সভা। আমাদের প্রচুর লোক আসবে।

মালদা জেলা তৃণমূল সাধারন সম্পাদক বুলবুল খান বলেন,আজ আমাদের এলাকার বিধায়ক তো রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এসেছিলেন সভাস্থল পরিদর্শন করতে। আমরা নেতৃত্বরা উনার সাথে ছিলাম। মানুষের মধ্যে উন্মাদনা প্রচুর। আমাদের বিধায়ক কিছুদিন আগেই প্রতিমন্ত্রী হয়েছেন আমরা চাইবো প্রচুর ভিড় যাতে হয়। পরবর্তীতে উনি পূর্ণ মন্ত্রী হন।

উল্লেখ্য, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি তাজমুল হোসেন কিছু দিন আগেই রাজ্যের প্রতিমন্ত্রী হয়েছেন। স্বাভাবিক ভাবে কৃষক, মজদুররা খুশি। তাই মনে করা হচ্ছে আগামীকাল তারা বড়ো সংখ্যায় জমায়েত করবে। সাথে রাজ্যের সভাপতি কী বার্তা দেয় সেই দিকেই তাকিয়ে সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 17 =