অটো ও মোটর বাইক সংঘর্ষে মৃত্যু হল এক মোটর বাইক আরোহী ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত মোটরবাইক আরোহীর নাম সিদ্ধার্থ মন্ডল ৩০ তার বাড়ি সংশ্লিষ্ট থানার আলম টোলা এলাকায়। জানা যায় এদিন সন্ধ্যায় সারের দোকানে পাটের বিছন কিনে নিয়ে বাড়ি আসার পথে গীতা মোড় এলাকায় দ্রুতগতিতে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে। তাতে গুরুতর জখম হয় মোটরবাইক আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ওই মোটরবাইক আরোহীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =