মালদায় একাধিক দাবি নিয়ে রামকৃষ্ণপল্লী ময়দান থেকে আন্দোলনে নামলো মারুং গুরু বাঁচাও ও ভারত যাত্রা আদিবাসী সিঙ্গেল অভিযান মালদা জেলা কমিটির সদস্যরা। আদিবাসীদের অভিযোগ আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অল চিকি ভাষায় পঠন পাঠন লাগু করতে হবে, পাশাপাশি আদিবাসী বিশিষ্ট পরব বাহা কারাম জন্ম ও মৃত্যুর দিনগুলিতে ছুটি ঘোষণা করতে হবে সহ একাধিক দাবি নিয়ে এই আন্দোলনে শামিল হয়েছেন কয়েক হাজার আদিবাসী। ধামসা মাদল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে তাদের এই মিছিল মালদা শহরের রথবাড়ি রাজ হোটেল মোড় প্রহর আমোর হয়ে জেলা প্রশাসনিক ভবনে সামনে পৌঁছায়। এরপরই তাদের দাবিগুলি স্মারকলিপি হিসেবে জেলা প্রশাসনিক দপ্তরে জেলাশাসকের হাতে তুলে দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনিক ভবনের সামনে মোতায়েন ছিল ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।