মালদায় একই পরিবারের ছয়জনের ওপর প্রাণঘাতী হামলা! পলাতক অভিযুক্ত

মালদায় একই পরিবারের ছয়জনের ওপর প্রাণঘাতী হামলা! পলাতক অভিযুক্ত

টাকা ধার না নেওয়ার অপবাদে এক পরিবারের ওপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই হামলার ঘটনায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের মোট ছয় জন সদস্য। এই প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের কালাহা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়।
জানা গিয়েছে, এক পরিবারের ওপর এলাকার কিছু দুষ্কৃতি মিথ্যে অপবাদে ফাঁসিয়ে প্রায় দেড় লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। তবে সেই পরিবার কখনোই ওই দেড় লক্ষ টাকা নেননি বলে জানান তারা। এমনকি সেই দেড় লক্ষ টাকা জোর জুলুম করে ওই পরিবারের ওপর চাওয়া হলে না দিতে পারায় তাদের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী মাইনুল মিঞার নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতীর দল বাড়িতে গিয়ে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ।
এদিকে, গুরুতর জখম অবস্থায় আহত ছয়জনকে চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন তবে বর্তমানে গোটা পরিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন সোনিয়া খাতুন (২২), স্বামী বাদশা মিঞা(২৭), শশুর শওকত মিঞা(৫৩), শাশুড়ি আনো বিবি(৪০), সাবেরা বিবি(৪২) এবং ননদ সোনালী খাতুন(১৪)।
পাশাপাশি, এই ঘটনায় হামলাকারী মাইনুল মিঞা সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের উপর ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন রতুয়া থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সহ তার দলবলেরা পলাতক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =