কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সাত সকালে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার সকালে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের সমসাবাদ গ্রামের বাসিন্দারা অবরোধ করেন। উল্লেখ্য তাদের অভিযোগ ভোট আসে ভোট য়ায় কিন্তু তাদের সমস্যা সমাধান হয় না। দীর্ঘ দিনের সমস্যা সমাধান না হাওয়ায়, অবশেষে পাকা রাস্তা চাই এই লেখা নিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বুধবার বামনগোলা ব্লকের সামসাবাদ এলাকায় ঘন্টা খানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসি। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা অর্থাৎ কংক্রিট হয় তা নিয়ে বহুবার বিভিন্ন প্রশাসনিক মহলে জানালে কোন লাভ হয় নি। তাই এদিন তারা পাকা রাস্তা দাবি জানিয়ে অবরোধ করেন।