মালদায় জমি দখলকে কেন্দ্র করে তুলকালাম, আটক ৩ দুষ্কৃতী

শনিবার বিকালে মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি বটতলা এলাকায় জমি জবরদখল কে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটল ওই এলাকায়। মহিষবাথানি এলাকাবাসীর অভিযোগ বেশ কিছু জমি মাফিয়া প্রায় শতাধিক লোক নিয়ে এসে একটি পোল্ট্রি ফার্ম কে ভেঙে গুঁড়িয়ে দেয় এবং এলাকায় হুঁশিয়ারি দেয় যে কেউ বাধা দিতে আসলে প্রাণে বাঁচবে না এবং দীর্ঘ ক্ষণ এলাকায় ভাঙচুর চালাতে থাকে। এই ঘটনার খবর এলাকাবাসীর মধ্যে জানাজানি হতেই এলাকাবাসীর আস্তে আস্তে ঘটনাস্থলে জমায়েত হতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে জমি দখল কারীরা এলাকা ছেড়ে পালাতে থাকে এরই মধ্যে তিনজন দুষ্কৃতীকে এলাকাবাসী ধরে ফেলে আটক করে রাখে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ছুটে যান মালদা থানার আইসি হীরক বিশ্বাস এবং পুলিশকে দেখে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে অবশেষে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সূত্রে জানা গেছে, শেখ হুমায়ুন নামে এক ব্যক্তির প্রায় সাড়ে তিন বিঘা জমি রয়েছে এবং সেই জমির পাঁচ ভাইবোনের অংশ রয়েছে কিন্তু তারা কেউ জমি বিক্রি করেনি অথচ এদিন কিছু জমি মাফিয়া এসে তাদের জমি বলে দাবি করে এবং পোল্ট্রি ফার্ম তাদের সেখানে ভাঙচুর চালায়। এর ফলে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জমির মালিকদের দাবি। আটক করা তিন দুষ্কৃতীকে মালদা থানার পুলিশ থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + five =