মালদহের হবিবপুর থানা অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলে একব্যক্তি জলে ডুবে মৃত্যু, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে জানা গিয়েছে, বাড়ির কাছে একটি পুকুরে এক মহিলা স্নান করতে গিয়ে হঠাৎ জলের মধ্যে পায়ে কিছু লাগেলে ভয় পেয়ে চিৎকার করতে থাকলে পাড়ার লোকেরা ছুটে আসে। ওই মহিলার কাছে তার কথা শুনে এলাকাবাসী পুকুরে নামে জলে নেমে প্রায়কুড়ি মিনিট ধরে খোঁজাখুঁজির পর জলের ভেতর থেকে এক মৃতদেহ উদ্ধার করে। তার ভাই জানানতাদের অনুমান মৃনিলাল লোহার মৃগীরোগ থাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে।দেহটি উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে হবিবপুর থানার পুলিশ সেখান থেকে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃতদেহ।পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নামমৃনিলাল লোহার বয়স৪৫ বছর,বাড়ি হবিবপুর থানার, শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকার গোপীনাথপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − 3 =