মালদায় টিটেনাসের বদলে অ্যান্টি রেবিস ইনজেকশন! কর্তব্যরত নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বৃহস্পতিবার সকালে সেলাইয়ের কাজ করতে গিয়ে কাঁচি দিয়ে হাতের তালু কেটে যায় এক মহিলার। তাই দেরি না করে স্থানীয় হরিশ্চন্দ্রপুর গ্ৰামীন হাসপাতালে গিয়েছিলেন টিটেনাস নিতে। কিন্তু সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী ভুলবশত কুকুরে কামড়ানোর ইনজেকশন অ্যান্টি রেবিস দিয়ে দেন ওই মহিলাকে। এরপরেই হাসপাতালের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। বাড়ি ফিরে এসে ক্রমাগত মাথা ঘোরা ও বমি করতে থাকেন। ফলে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১নম্বর ব্লকের সদর এলাকা জুড়ে। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য কর্তারা। ঘটনার জেরে হাসপাতালে চিকিৎসক সুব্রত চৌধুরীকে কে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
