রেলে কেটে মৃত্যু হয় এক ছেলের ঘটনাটি ঘটে গাজোলের সৈয়দপুর রেল রাস্তায় ।জানা যায় মৃত বালকের নাম হানিফ মুমিন বয়স ১৭। এলাকাবাসীদের ধারণা ছোট ছোট ছেলেরা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে বা ফোন করতে করতে রেল রাস্তা দিয়ে যাতায়াত করে। এই ছেলেটাও সেরকম ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ ও গাজোল থানার পুলিশ। শাহজাদপুর অঞ্চলের উপপ্রধান নুরতাজ আলী বলেন রেল দুর্ঘটনায় একটি ছেলের মৃত্যু হয় খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন এবং ছেলেটিকে চিনতে পারেন। জানা যায় ছেলেটির নাম হানিফ মোমিন বয়স ১৭ খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে রেল পুলিশ ও গাজোল থানার পুলিশ তারা মৃত দেহ উদ্ধার করে নিয়ে চলে যান। এই ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাদের ধারণা ছোট ছোট ছেলেরা কানে হেডফোন লাগিয়ে ফোন করতে করতে বা ফোনে গান শুনতে শুনতে রেল রাস্তা দিয়ে যাতায়াত করে বা রেল রাস্তা পারাপার হয় ।এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।তাদের ধারণা এই ছেলেটা হেডফোন কানে দিয়ে রাস্তা দিয়ে বাজারে বা বাড়ির দিকে যাচ্ছিল। শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি ট্রেন পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।