মালদায় দুই পৌরসভার ভাগাড় এলাকা পরিদর্শনে জেলাশাসক।
মালদা শহরের আবর্জনা সমস্যা মিটানোর লক্ষ্যে ভাগার এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক ও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা। শনিবার দুপুর এক টা নাগাদ ইংরেজ বাজার থানার কাঞ্চনটার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন মালদা জেলাশাসক নিতীন সিংঘানিয়া এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান আরতি ঘোষ এবং ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এদিকে, গত কয়েকবছর ধরে ভাগার সমস্যা ছিল ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভার। স্থায়ী ভাগার না থাকায় রাস্তার ধারে যেখানে সেখানে জমে থাকত আবর্জনার স্তূপ।
শহরের বিভিন্ন এলাকায় যাতে আবর্জনা না জমে থাকে তার জন্য স্থায়ী ভাগার তৈরির লক্ষ্যে উদ্যোগ নেয় ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভা।
পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে শহরের আবর্জনা সমস্যা মিটবে বলে জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।