মালদায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, কাঠগড়ায় স্বামীসহ শ্বশুরবাড়ি

মালদায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, কাঠগড়ায় স্বামীসহ শ্বশুরবাড়ি

নয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার থানার মিল্কি খাসকোল এলাকায়। মৃত গৃহবধূর নাম ফাল্গুনী মন্ডল(২০),
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত ১১ মাস আগে মালদা জেলার কালিয়াচক ৩ নং ব্লকের মোথাবাড়ি থানার মেঘুটোলার মেয়ে ফাল্গুনী মন্ডলের সাথে সামাজিক মতে বিবাহ হয় ইংরেজ বাজার থানার মিল্কি এলাকার যুবক রুপ মন্ডলের সাথে। রুপ মন্ডল পেশায় একজন দিনমজুর। মৃত গৃহবধূর বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা।
তবে পরিবার মূলত যেটা অভিযোগ, বিয়ের পর থেকেই ওই গৃহবধূর ওপর মদ্যপ অবস্থায় তার স্বামীর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত বলে অভিযোগ। এই নিয়ে দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়েছে বেশ কয়েকবার। গত দুইদিন আগে ওই গৃহবধূ তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন। আজ সকালে মেয়ের বাড়িতে ফোন মারফত খবর যায় যে তাদের মেয়ে গুরুতর অসুস্থ। মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে পরিবারের লোকেরা দেখেন যে তাদের মেয়ের ঝুলন্ত দেহ।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজ বাজার থানার পুলিশ। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়।
অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। তবে অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে বলে অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 5 =