এই প্রথম বার উত্তরবঙ্গের মালদা জেলায় প্রাণী চিকিৎসকদের নিয়ে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। শনিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়াম সানাউল্লাহ মঞ্চে প্রগ্রেসিভ ভেটেনারি ডক্টর অাসোসিয়েশনের উদ্যোগে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক ডক্টর চয়ন ভট্টাচার্য,সাংগঠনিক সম্পাদক ডঃ প্রশান্ত ভগত সহ সংশ্লিষ্ট সংগঠনের বিশিষ্টকর্তারা। এদিন প্রায় ৪০০ পশু চিকিৎসক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। রবিবার পর্যন্ত দুদিনব্যাপী ভেটেনারি চিকিৎসকদের এই সম্মেলন মালদায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সম্মেলনের মাধ্যমে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া এবং বেশ কিছু জেলায় প্রাণী হাসপাতালগুলির গড়ে তোলার বিষয়ে এদিন আলোচনা হয়।
সংশ্লিষ্ট সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক ডঃ চয়ন ভট্টাচার্য জানিয়েছেন, অনেক জায়গায় প্রাণী চিকিৎসক নেই। কিছু কিছু জায়গায় পশু চিকিৎসা কেন্দ্র গুলির বেহাল পরিকাঠামো হয়ে রয়েছে। সেইসব নিয়েও এদিন আলোচনা করা হয়েছে। এর বাইরেও প্রাণী চিকিৎসকদের নানান সুবিধা অসুবিধা কথাগুলিও আলোচনার মাধ্যমে মতামত বিনিময় করা হয়েছে। দুদিন ধরে এই সম্মেলন মালদায় চলবে। এইবারই প্রথম উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলাতেই এই সম্মেলন অনুষ্ঠিত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 6 =