মালদায় বাড়ি থেকে ২০০ মিটার দূরে নয়নজলিতে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

মালদায় বাড়ি থেকে ২০০ মিটার দূরে নয়নজলিতে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

জাতীয় সড়কের পাশের নয়নজলিতে মিললো এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার ঘোশানী মোড়ের পাশের নয়নজলিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম গঙ্গা ঘোষ, বয়স আনুমানিক ৩৮ বছর। সে কখনও হোটেলে বা কখনও গাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালাতে বলে জানা গিয়েছে। তার বাড়িতে নাবালক দুই ছেলে সহ তার স্ত্রী এবং বিধবা মা রয়েছেন। ভাই কর্ম সূত্রে ভিন রাজ্যে রয়েছেন।
মৃত ব্যক্তির পরিবার সুত্রে জানা গিয়েছে, সে গতকাল সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয় তার কোন বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে। এরপরে দুপুর থেকে খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। এমনকি মৃত ওই ব্যক্তির কাছে ফোন না থাকায় রাতে বাড়িতে না ফিরায় ওই ব্যক্তির পরিবারের কেউই খোঁজখবর করতে পারেনি।
এদিকে, রবিবার সকাল ১১ টা নাগাদ গ্রামবাসীদের কাছেই শুনতে পাই যে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে। তবে ওই মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে ফেলে দিয়েছে। তার শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে, তা ছাড়াও তার হাতে গরম জল বা এসিড জাতীয় কিছু ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন পরিবারের লোকেরা।
অন্যদিকে, বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 8 =