মালদায় ব্যাঙ্ক প্রতারণা চক্রের পান্ডা গ্রেপ্তার, বাজেয়াপ্ত প্রায় ২ হাজার সিম কার্ড

আন্তঃজেলা ব্যাঙ্ক প্রতারণা চক্রের পান্ডা গ্রেপ্তার। উদ্ধার প্রায় ২ হাজার চালু সিম কার্ড। মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকা থেকে ধৃতকে গ্রেপ্তার করেছে মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল আলীম। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেআইনি সীম কার্ড। গত ৭ই ফেব্রুয়ারি মালদা সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয়। প্রায় তিন লক্ষ টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ দায়ের হয়।ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আব্দুল আলীমের নাম এক পান্ডা উঠে আসে। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অবশেষে ২৩শে মে অভিযুক্ত আব্দুল আলীম কে গ্রেফতার করে মালদা সাইবার ক্রাইম পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২ হাজার ২৫৫ টি চালু সীম। পাশাপাশি, পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করেছে এবং এর সাথে আর কারা কারা জড়িত রয়েছে বা কোন কোন গ্যাংঙের সাথে লেনদেন রয়েছে তাও খতিয়ে দেখছেন মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিকে, ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =