মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায়, মৃত দুই আহত আট
বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২ আহত ৮ জন। শুক্রবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার আম বাজার ৩৪ নম্বর জাতীয় সড়ক বাইপাসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, একটি স্করপিও গাড়ি করে মুর্শিদাবাদ জেলার অমরপুর থেকে শিলিগুড়িতে বিয়ে বাড়ি যাচ্ছিল চালকসহ দশজন। ঠিক সেই সময় ইংরেজ বাজার থানার আম বাজার বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি উল্টে যায়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে একজন যাত্রী এবং ওই গাড়ির চালক সহ দুজনের মৃত্যু হয়। ঘটনায় আহত আট জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
