মালদায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বাজেয়াপ্ত বোমা গুলি নিষ্ক্রিয় করল পুলিশ

গত ২৭শে জুন পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা এলাকায় পঞ্চায়েত সদস্যার স্বামীর বন্দুক হাতে ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা জুড়ে। ফলে রীতিমতো আতঙ্কে ছিল স্থানীয় বাসিন্দারা। ভিডিওতে দেখা গিয়েছিল মানসিক ভারসাম্যহীন দেব বল্লভ নামে ওই ব্যক্তি হাতে বন্দুকের পাশাপাশি সুতলি বোমা এবং পেট্রোল বোমা সহ একাধিক ধারালো অস্ত্র দেখিয়ে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ। এরপরেই মালদা থানার পুলিশ প্রশাসন বিষয়টিকে হস্তক্ষেপ করেন এবং আগ্নেয়াস্ত্র সমেত ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
এদিকে, মঙ্গলবার মালদা জেলা আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয় সাহাপুর বাইপাস সংলগ্ন একটি আম বাগানে। সেখানে দেখা গিয়েছে নিষ্ক্রিয় করা বোমা গুলো থেকে বের হয় ইটের টুকরো। ফলে তদন্তকারী আধিকারিকদের মনে প্রশ্ন চিহ্ন উঠে আসছে, তবে কি ওই ব্যক্তি নিজেই বোমাগুলো তৈরি করে অসৎ উদ্দেশ্যের জন্য এহেন কান্ড ঘটিয়েছে। এনিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
পাশাপাশি, বোমা গুলো নিষ্ক্রিয় করার জন্য মঙ্গলবার দুপুরে মালদা থানা পুলিশ প্রশাসনের তরফে বোম ডিসপোজাল স্কোয়াডের বিশেষ টিম এবং দমকলের একটি ইঞ্জিনের তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করতে প্রায় ঘন্টা তিনেক লেগে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − thirteen =