সারের কালোবাজারি রুখতে আন্দোলনে সামিল হলেন মালদহের পুরাতন মালদার আলু চাষিরা।শনিবার বিকেলে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের আদিনা হাটখেলা সংলগ্ন এলাকায় একটি সারের দোকানের সামনে প্রায় শতাধিক আলু চাষিরা ন্যায্য মূল্যের সার পাওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ।অবশেষে পুলিশের আশ্বাসে চাষীরা শান্ত হন। এদিকে,বিক্ষোভরত চাষীদের অভিযোগ,বর্তমানে এই আলুর মরশুমে NPK সারের খুবই প্রয়োজন এবং সেই সার ডিলারের দোকানে কিনতে গেলে প্যাকেট প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দাম দিয়ে কালো বাজারে কিনতে হচ্ছে। এর ফলে চাষিরা আরো ঋণগ্রস্ত হয়ে পড়ছে। চাষীদের আরও অভিযোগ, অতিরিক্ত দাম দিয়ে সার কেনার পর তাদের কোন ধরনের পাকাপোক্ত রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আলু চাষিদের একাংশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =