মালদায় রেশনের চাল অন্যত্র পাচার ?
এদিন মালদহের চাঁচলের কান্ডারণ এলাকায় এক গোডাউন থেকে লরি ভর্তি চাল পাচার করার সময় গ্রামবাসীদের সন্দেহ আটক করা হয় ওই লরিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিস।ঘটনাস্থল থেকে চালের প্যাকেট উদ্ধার করে রতুয়া থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, এদিন দুপুরে সামসির এক গোডাউন থেকে প্রায় ৫০ কুইন্টাল লরি ভর্তি চাল রতুয়ার চাঁদমনি -১ গ্রাম পঞ্চায়েতের ডিলারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অভিযোগ, ওই লরি রতুয়ার উদ্দেশ্যে রওনা না দিয়ে তার বিপরীত দিকে রওনা দেয় বলে অভিযোগ। চাঁচলের কান্ডারণ এলাকায় লরিটি ঢুকতেই আটক করে গ্রামের বাসিন্দারা। লরি চালকের কাছে চালের নথি চাইতেই লরি নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পরে। সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় লরি চালক। তাতেই সন্দেহ হয় বাসিন্দাদের। আটক করা হয় লরির খালাসীকে। খবর দেওয়া হয় সামসি ফাঁড়ির পুলিশকে।এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় হইচই পড়ে যায়।ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে সামসি ফাঁড়ির পুলিশ।