লড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছরিয়ে পরে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী।স্থানীয় সুএে জানা গেছে,মৃত ব্যক্তির নাম বাবলু রজক(৩৫)।বাড়ি মথুরাপুর রজক পাড়া এলাকায়।বুধবার দুপুর নাগাদ সাইকেল চরে মথুরাপুর স্ট্যান্ড দিকে যাচ্ছিলেন।সেই সময় লড়িটির সঙ্গে ধাক্কা লাগে বলে জানা গেছে।ঘটনাস্থলে লুটিয়ে পরে ব্যক্তিটি।গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন এবং কর্তব্যরত সিভিক ভলেণ্টিয়ারদের তৎপরতায় ব্যক্তিটি উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।এদিকে ঘাতক লড়ি ও চালকটিকে আটক করেছেন মানিকচক থানার পুলিশ। মৃত্যুর খবর ছরিয়ে পরতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে।