মালদায় সাতসকালে পিকআপভ্যানের ধাক্কায়, গুরুতর জখম সাইকেল-আরোহী
পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর জখম সাইকেল-আরোহী। সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার কোতুয়ালি অঞ্চলের টিপাজানি রাজ্য সরকে। এদিকে, জানা গেছে মালদা শহরের গয়েশপুর এর বাসিন্দা রাজ কুমার ঘোষ, বয়স আনুমানিক ৫২। কোতুয়ালিতে তার ইলেক্ট্রিকের দোকানে সাইকেল চালিয়ে যাওয়ার পথে রথবাড়ি থেকে পুখুরিয়া রাজ্য সড়কে পেছন থেকে খর বোঝাই পিকআপভ্যান তাকে ধাক্কা মেরে রাস্তার ধারে বাড়ির প্রাচীর ভেঙে ঢুকে পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন রাজকুমার ঘোষকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই সাইকেল-আরোহী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় বেশ কিছুক্ষণ ধরে পথ অবরোধ হয়ে থাকার পর ইংরেজ বাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। তবে কি কারণে এই পথ দূর্ঘটনা ঘটলো পুরো তদন্ত শুরু করেছে পুলিশ।