মালদায় হুল দিবসে অলচিকি ভাষায় স্কুলের দাবি মুখ্যমন্ত্রীর কাছে

মালদায় হুল দিবসে অলচিকি ভাষায় স্কুলের দাবি মুখ্যমন্ত্রীর কাছে

আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস। সকাল থেকেই আদিবাসী নৃত্যের সঙ্গে এই দিনটি উদযাপন করলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বড়োল গ্রামের আদিবাসী মানুষেরা।এদিন হুলদিবসের পাশাপাশি আদিবাসী এলাকায় সাঁওতালি অলচিকি ভাষায় স্কুলের দাবি জানালেন এলাকার মানুষজন। তাদের অভিযোগ,আদিবাসী এলাকাগুলো এখনো শিক্ষায় পিছিয়ে রয়েছে।৯৫ শতাংশ আদিবাসী মানুষ দরিদ্র সীমানার নীচে বসবাস করে।এলাকায় বিশেষ কাজ না থাকায় ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়।নিজ রাজ্যে কর্ম সংস্থান থাকলে অন্ন জোগাড়ের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই স্কুল শিক্ষক অনিল মুর্মু, সিডিআর মনোজ মুর্মু, ক্লাব সম্পাদক গুলসেন হাঁসদ ও দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন সহ অন্যান্যরা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার পাশাপাশি হুল দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =