মালদায় ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনেও সময় মত স্কুলে এলেন না শিক্ষকরা
আজ ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে চারিদিকে চলছে বিভিন্ন অনুষ্ঠান। প্রত্যেকটা বিদ্যালয়ে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা। সাথে হচ্ছে পদযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু এই আজকের মত গুরুত্বপূর্ণ দিনেও সময় মত এলেন না শিক্ষকরা। সেই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিভাবক এবং এলাকাবাসী। পরে দেরি করে শিক্ষকরা পৌঁছালেও তাদেরকে দেওয়া হলো না পতাকা উত্তোলন করতে। পতাকা উত্তোলন করল গ্রামবাসীরা। শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে দেখানো হলো বিক্ষোভ। যদিও সময়ে এসেছে বলে সাফাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। সমগ্র ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত চকসাদন জুনিয়র হাই স্কুলে। স্বাধীনতা দিবসের জন্য প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ। তারা ভেবেছিল প্রত্যেক বিদ্যালয়ের মত তাদের বিদ্যালয়তেও পদযাত্রা বেরোবে। হয়তো ছোট-খাটো অনুষ্ঠান হবে। কিন্তু খুদে ছাত্র-ছাত্রীরা অপেক্ষা করতে থাকলেও দেখা মেলেনি শিক্ষকদের। গ্রামবাসীরা নিজেরা ছাত্র-ছাত্রীদের নিয়ে পদযাত্রা করায়। তারপর নিজেরাই পতাকা উত্তোলনের ব্যবস্থা করে। সেই সময় ঘড়ির কাটায় যখন ৯.৩৪ তখন স্কুলে এসে হাজির হয় শিক্ষকরা। তারপরে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করে। শিক্ষকদের পতাকা উত্তোলন করতে দেওয়া হয় নি। যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মতে সরকারি নির্দেশিকা অনুযায়ী সময় মত তারা স্কুলে এসেছেন। তাদের নিয়ে যে বিভিন্ন অভিযোগ তা সম্পূর্ণ সত্য নয়। স্বাভাবিক অভিভাবক এবং এলাকাবাসীরা ক্ষুব্ধ হবেই। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।