মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্যোগে বিজয়া সম্মেলনী ও শারদ সম্মেলনী অনুষ্ঠান আয়োজিত হল মঙ্গলবার সন্ধ্যায়।মালদহের মালতীপুরের লাইব্রেরী মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগ ও চাঁচল-২ ব্লক তৃণমূল কমিটির সহযোগিতায় শারদ ও বিজয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন,রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যার, চাঁচল২ ব্লক তৃণমূল কমিটির সভাপতি হাবিবুর রহমান,তৃণমুল নেতা বাবু বক্সি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।
ব্লক তৃণমূল সূত্রে জানা গেছে,এদিন চাঁচল২ নং ব্লক এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৫ টি দুর্গোৎসব কমিটির হাতে মুখ মিষ্টি করে স্মারক তুলে দেওয়া হয়।পাশাপাশি পুরোহিতদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে
ওই মঞ্চেই চাঁচল ২ ব্লক এলাকার ১৫৭ টি বুথের প্রবীণ ও পুরোনো তৃণমূল কর্মীকে বিশেষ ভাবে সম্মানা জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছেন রফিকুল হোসেন।
এদিন শারদ অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় খুদে শিল্পীরা নৃত্য পরিবেশন করে।দর্শকদের ঢল পড়ে লাইব্রেরী মাঠ চত্বরে।
উল্লেখ্য,গত বছর তৃণমূলের জেলা সভাপতি হওয়ার পরে জেলার ১৫ টি ব্লকে পুজোর পরে শারদ সম্মান অনুষ্ঠানের উদ্যোগ নেন আব্দুর রহিম বক্সি।এমক কর্মসূচি জেলায় প্রথম সূচনা করেছেন তিনি।ফের এবারোও একই ভাবে শারদ সম্মান কর্মসূচির উদ্যোগ নিয়েছেন তিনি।মঙ্গলবার গাজল ও চাঁচল২ নং ব্লকে সম্পন্ন হয়েছে।আরোও ১৩ টি ব্লকে বাকি রয়েছে।সেই এলাকাতেও ধারাবাহিক ভাবে অনুষ্ঠান চলছে বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।জেলা তৃণমূলের এমন উদ্যোগে খুশি পুজো কমিটিগুলি।