মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা।
মালদা মেডিকেল কলেজের ছয় তলা ছাদ থেকে মারন ঝাঁপ মহিলা রোগীর। আর নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো ২৬ বছর বয়সী ওই রোগীর। এই ঘটনাই আবারও মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই মহিলার মৃত্যুর ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় । তড়িঘড়ি অচৈতন্য এবং রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসাকেরা মৃত বলে জানিয়ে দেয়।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলা রোগীর নাম সাবেরা খাতুন (২৬)। তার বাড়ি পুখুরিয়া থানার মাগুরা এলাকায়। আংশিক মানসিক ভারসাম্যহীন ছিল ওই মহিলা। এদিন এক আত্মীয়ের সঙ্গে মেডিকেল কলেজের আউটডোরে ডাক্তার দেখাতে আসে সে। এরই মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে ওই মহিলা সকলের নজর এড়িয়ে পৌঁছালো তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন।
