মালবাজারে সকাল সকাল ধানক্ষেত থেকে উদ্ধার অজগর।

মালবাজারে সকাল সকাল ধানক্ষেত থেকে উদ্ধার অজগর।

শীত পড়লেও লোকালয় থেকে সাপের উপদ্রব এতটুকুও কমেনি। বুধবার সাত সকালে ধান ক্ষেত থেকে উদ্ধার অজগর। এদিন সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ির ডিবু ধুরা এলাকার একটি ধান ক্ষেত থেকে ওই অজগরটিকে উদ্ধার করা হয়।স্থানীয় কৃষকরা ক্ষেতে ধান কাঁটার সময় দেখতে পান অজগরটি কুন্ডুলি পাকিয়ে ধান ক্ষেতের মধ্যে রয়েছে। অজগর দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। রীতিমতো চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন ধানক্ষেতে কর্মরত কৃষকরা।খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় অজগরটি দেখতে। এরপর স্থানীয় কয়েকজন যুবক অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় ধুপঝোরা বিট অফিসে।সাপটি সুস্থ থাকায় সেটিকে এদিনেই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।সাপটি লম্বায় প্রায় ৮ ফিট বলে জানা যায়। যেহেতু এলাকাটি জঙ্গল লাগোয়া এই কারণেই মাঝেমধ্যে অজগর সহ একাধিক বিষাক্ত সাপ এমনকি বন্য জন্তুরা লোকালয়ে চলে আসে। যার জেরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 9 =