মালবাজার পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি মনোনীত হলেন তৃণমূল কংগ্রেসের রিনা বাড়া। বৃহস্পতিবার দুপুরে মালবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে একটি বৈঠকের মধ্য দিয়ে রিনা বাড়াকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের নীতি মেনে সুশীল কুমার প্রসাদ ওরফে বাবুয়া দলের ব্লক সভাপতি গ্রামীণ পদে আসীন হওয়ায় পঞ্চায়েত সমিতির পদ থেকে ইস্তফা দেন। ওনার ছেড়ে যাওয়া পদেই এদিন মনোনীত হন রিনা দেবী। এদিনের সভাপতি পদে মনোনীত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এদিনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহুয়া গোপ, মাল ব্লক গ্রামীণ সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। প্রসঙ্গত চাবাগান ঘেঁষা এলাকা নিয়ে গঠিত মাল পঞ্চায়েত সমিতির সভাপতি পদের দাবিদার অনেকে থাকলেও মূলত আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই চা বলয় থেকে উঠে আসা রিনার হাতেই মাল পঞ্চায়েত সমিতির কার্যভার তুলে দেওয়া হোলো বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + fourteen =