মাশরুম ভেবে ব্যাঙের ছাতা রান্না করে খেয়ে ফেললেন, হাসপাতালে ভর্তি ১০।
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা আমলানি গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামের ঘটনা।সুস্মিতা সরদার ও অনামিকা সরদারের পরিবার নিজের বাগানে গিয়ে দেখেন মাশরুম হয়েছে।সখ হয়েছিল মাশরুম খাওয়ার।আর কি!যেমন ভাবা তেমনি কাজ।পরিবারের কয়েকজন মিলে জমিয়ে রান্না করে মাশরুম খেলেন।কিন্তু এরপরই ঘটল অঘটন।খাওয়ার কিছুক্ষণ পর থেকেই মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, বমি একাধিক শারীরিক অসুস্থতা শুরু হয় তাদের। বাচ্চা, মহিলা ও পুরুষ সহ ১০ জন অসুস্থ হয়। তাদেরকে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শারীরিক অবনতির জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।সমস্ত জানার পর চিকিৎসক প্রাথমিক অনুমান করে জানান,তারা মাশরুম ভেবে ব্যাঙের ছাতা খেয়ে ফেলেছেন।আর খাওয়ার ফলে ডায়রিয়া হয়ে গিয়েছে। আক্রান্তদের চিকিৎসা চলছে হাসপাতালে। স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।এদের মধ্যে বেশিরভাগই হল মহিলা। আক্রান্তদের বক্তব্য, এই সময় বাগানে মাশরুম হয়। সেইটা ভেবেই ব্যাঙের ছাতা কেটে নিয়ে রান্না করার পর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পরেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে তেঘরিয়া গ্রামে। চিকিৎসকদের বক্তব্য ভয় পাওয়ার কোন কারণ নেই সঠিক চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন।