মাস্ক না পরলে পুলিশের ধরপাকড় চলছে দীঘায়।

মাস্ক না পরলে পুলিশের ধরপাকড় চলছে দীঘায়।

বছরের শেষ দিন, আর সেই শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে দীঘা পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ। ছাড়া ভারতবর্ষজুড়ে ওমিক্রণ এর পাদুর্ভাব বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে সমস্ত মানুষজনকে সতর্ক করা শুরু করেছে। নতুন বছরে স্বাগত জানাতে যেসব পর্যটকরা দীঘা মন্দারমনি শংকরপুর তাজপুর সহ একাধিক পর্যটন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন তাদের জেলা প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা চলছে। যেসব পর্যটকরা হোটেলে রয়েছে, সেইসব পর্যটকরা যখন বাইরে বের হচ্ছে তাদের অবশ্যই মুখে মাক্স পড়তে হবে। শুক্রবার সকাল থেকে দেখা গেল দীঘা থানা ও দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সচেতন করছেন। পাশাপাশি যেসব পর্যটকরা মুখে মাস্ক পড়ছেন না তাদের থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে করে রাজ্য সরকারের পাশাপাশি জেলা প্রশাসন উদ্বিগ্ন রয়েছে। নতুন বছরকে বরণ করতে ইতিমধ্যেই দীঘার হোটেল গুলিতে পর্যটকরা এসে পৌঁছেছে। ফলে শুক্রবার রাত্রে নতুন বছরকে বরণ করার জন্য যেসব পর্যটকরা মুখিয়ে রয়েছে তাদেরকে অবশ্যই সতর্ক করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে যেন মুখে অবশ্যই মাস্ক পড়ে থাকেন। তা না হলে আগামী দিনে সংক্রমণ বাড়তে পারে এমনটাই মনে করছেন জেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 15 =