মায়ের আসায় পথ চেয়ে ২ শিশু

রিসদা থানার অন্তর্গত মোড় পুকুরের আদর্শ নগর এলাকার বাসিন্দা ধর্মেন্দ্র সিং-এর স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ। স্ত্রীর খোঁজে স্বামী স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও কোনো হদিস পাননি। অবশেষে, ক্লান্ত হয়ে ধর্মেন্দ্র ১৪ জানুয়ারি রিসদা থানায় তার স্ত্রীর নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ছয় দিন পরও স্ত্রীর কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশ ক্ষুব্ধ স্বামীকে আশ্বস্ত করেছে যে শীঘ্রই তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাবে। তবে তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাই অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। নির্যাতিতার স্বামী ধর্মেন্দ্র জানান, প্রায় পনেরো বছর আগে কোননগরের চাটকল এলাকার বাসিন্দা কবিতার সঙ্গে তার প্রেমের বিয়ে হয়। এই পনেরো বছরে দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি। স্বামী-স্ত্রী সুখে সংসার করত। তার দুটো বাচ্চা আছে. যার মধ্যে একটি তেরো বছরের ছেলে এবং অন্যটি ছয় বছরের মেয়ে। মা চলে যাওয়ার পর থেকে মেয়ে মাকে খুঁজছে। কাঁদতে কাঁদতে তার অবস্থা খারাপ। স্বামী ভরা চোখে অনুনয় বিনয় করেন যে কোনোভাবে পুলিশ প্রশাসন যেন স্ত্রীকে খুঁজে বের করে। যাতে শিশুটি তার মায়ের কাছে ফিরে পায়। বউ না পেলে সন্তানের খারাপ অবস্থা হবে বলে জানান। যা সে সহ্য করতে পারে না। এমতাবস্থায় তার পদক্ষেপ যেন স্তব্ধ হয়ে আত্মহত্যার দিকে টেনে না নেয়। স্বামী আরও জানান, গত কয়েকদিন ধরে তার স্ত্রী ফেসবুকে কারও সঙ্গে রাতভর চ্যাট করত। হয়তো সে কোথাও চলে গেছে কারো ধোঁকায়। কোনো দুর্ঘটনা যেন না ঘটে। পুলিশ সূত্রে খবর, মামলার তদন্ত চলছে, শিগগিরই কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্তে বেরিয়ে আসবে। স্থানীয় লোকজনের মতে, এই ঘটনা হাওড়ার নিশ্চিন্দা থানার ঘটনার পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 1 =