মিজোরাম পাথর খাদান ধ্বসে মৃত্যু হলো তেহট্টের ৩ জন যুবকের মৃত্যু হল।মৃতদের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪), মিন্টু মণ্ডল (২২) ও রাকেশ বিশ্বাস (২০)।মৃত তিনজন তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা।তাঁরা এ বি সি কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি সংস্থায় কাজ করতো।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ মাসের ৮ তারিখে তাঁরা ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতে মিজোরাম যায়।ওই ঠিকাদার সংস্থা মিজোরামে জাতীয় সড়ক নির্মাণ করছিল।সেই রাস্তা নির্মাণের সময় পাথর খাদান থেকে পাথর আনার কাজ করছিল ওই ১৩ জন।সোমবার মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাঁথিয়াল জেলায় একটি পাথর খাদান ধসে পড়ার খবর মেলে।মঙ্গলবার সকালে ৮ জনের দেহ উদ্ধার হয়েছে।
এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার নামে একটি পাথর খাদানে কয়েক জন কর্মী কাজ করছিলেন। হঠাৎ ধস নামে খাদানের ভিতরে। কর্মীরা যখন পাথর সংগ্রহ করছিলেন, সে সময় ভূমি ধসের কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।গত সপ্তাহে ওই খাদানে কাজে যোগ দিয়েছিলেন ওই চার যুবক। কাল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।এদিন দুপুরে ঠিকাদারের মাধ্যমে পরিবারের লোকজন ওই যুবকদের মৃত্যুর খবর পান।এরপরই কান্নায় ভেঙে পরে পরিবার।