সোনামুখী থানার ভাটপাড়া কলোনিতে সোনামুখী বিজেপি মন্ডল টু সভাপতি চঞ্চল সরকারের বাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক আলোচনা করবেন মিঠুন চক্রবর্তী দুপুর বারোটার সময় এর পরই মধ্যাহ্নভোজন ছাড়বেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামির বাড়িতে, ঘরামি পরিবারে বাঙালি বাবুকে বাঙালিয়ানা ভাবে খেতে দেওয়া হবে, ঘরামি পরিবারে মেয়ে বউদের সকাল থেকেই ব্যস্ততা তুমি বাঙালি বাবুকে খেতে দেওয়া হবে
ভাত
শাক
পস্ত বড়া
লাউ ডাল
দামোদর নদী থেকে ধরা মাছ
বাদাম পটল ঘন্ট
চিংড়ি ভাপা
চাটনি
পাপড়
মিষ্টি