মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ বিকালেই বিশেষ বিমানে মুম্বই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই পৌঁছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ট্রাইডেন্ট হোটেলে উঠবেন তিনি। ১২ জুলাই অর্থাৎ আগামীকাল বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রের খবর মুখ্যমন্ত্রী একা নন, দেশের আরও বেশ কিছু রাজনীতিবদেরও ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। প্রসঙ্গত অনন্ত আম্বানির রিসেপশন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে পারেন তিনি। ওই সাক্ষাৎ হতে পারে আজই। এরপর আগামীকাল এনসিপির পওয়ার শিবিরের প্রধান শরদ পওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর ১৩ জুলাই বিকালে ফের কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =