মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন প্রকল্পের পাশাপাশি শুক্রবার সকালে মালদহের পুরাতন মালদা পৌরসভার ২ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ও শিলান্যাস করা হয় ঢালাই রাস্তার। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। কাউন্সিলর জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। যার কারণে যে কোন ছোট বড় যানবাহন থেকে শুরু করে পথ চলা অসুবিধার সম্মুখীন হতে হতো সকলকে। তাই সবার কথা মাথা রেখে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কংক্রিট ঢালাই রাস্তা নির্মাণ করা হবে কিছুদিনের মধ্যেই আজকে তারই শুভ শিলান্যাস করা হল।
পাশাপাশি ভাইস চেয়ারম্যান জানান, পাশে রয়েছে পুরাতন মালদা বাসের জন্য বৈদ্যুতিন চুল্লি। মহানন্দা নদী সংলগ্ন এখানে শবদেহ দাহ করার পর নদীতে সৎ কাজ করতে যান সকলেই। কিন্তু সেখানে ঘাট বাঁধানো নেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পৌর নাগরিকের জন্য কংক্রিট ঢালাইয়ের ঘাট বাঁধানো হবে খুব শীঘ্রই।