মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুপ্রবেশ,বদলি করে দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মনোজ ভার্মাকে।
মুখ্যমন্ত্রী বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় পুলিশ পদে বদলের জল্পনায় চলছিলই। মুখ্যমন্ত্রীর বাড়ির চৌহদ্দিতে অনুপ্রবেশের ঘটনায় সরিয়ে দেওয়া হল বিবেক সহায়কে। নতুন ডিরেক্টর অফ সিকিউরিটি হলেন পীষূষ পাণ্ডে, আর অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মা।
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে অনুপ্রবেশের ঘটনার তদন্তে সিট গঠন করেছে লালবাজার। নেতৃত্বে রয়েছেন ডিসি ডিডি স্পেশাল ও ডিডি (STF)।এদিন মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বেশিরভাগ মন্ত্রীই।বৈঠকে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে দেওয়ারও পরামর্শ দেন তাঁরা। অবশেষে পদ খোয়াতে হল বিবেক সহায়কে। ব্যারাকপুর পুলিশ কমিশনের মনোজ ভার্মার বদলি হতেই নতুন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্বে এলেন অজয় কুমার ঠাকুর। অজয় কুমার ঠাকুর যুগ্ম সিপি ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে।