মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলে বসেই কথা বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলে বসেই পার্থ চট্টোপাধ্যায় একাধিক সুযোগ–সুবিধা পাচ্ছেন অভিযোগশুভেন্দুর। এবার সেই প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, ‘রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথা বলছি না। সম্প্রতিক কথা বলব। পার্থ যেদিন চান বেলের মোরব্বা খান। যে দিন চান খাসির মাংস খান। গত দুর্গাপুজোর অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছেন। আমি বরাবরই দাবি করি পশ্চিমবঙ্গের বাইরে এই মামলাগুলি নিয়ে যাওয়া উচিত। আর আইনজীবীদের একাংশ জানান, পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন, ‘বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, সত্য একদিন সামনে আসবে।