এ বারের আইপিএল (IPL 2024) মরশুমে দুই দলের গত সাক্ষাৎকার সমর্থকদের মনে অবিস্মরণীয় হয়ে আছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের (MI vs SRH) সেই ম্যাচে আইপিএলে রানের রেকর্ড ভেঙে গিয়েছিল। দুই দলের ব্যাটাররা ৫০০-র অধিক রানও করেছিলেন। ব্যাটিং সহায়ক মুম্বই পিচেও কি ফের রানের বন্যা দেখতে পাওয়া যাবে?
বর্তমানে লিগ তালিকায় সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটা মুম্বইয়ের কাছে শুধু পাল্টা দেওয়ার লড়াই নয়, লড়াইটা নিজেদের প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখারও। ১১ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে পল্টনরা। আজকের ম্যাচ হারলেই খাতায় কলমেও প্রথম দল হিসাবে মুম্বইয়ের প্লে-অফের আশা শেষ হয়ে যাবে। অপরদিকে, সানরাইজার্স গত ম্যাচে কোনওক্রমে এক রানে জিতে নাগাড়ে দুই ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরেছে। সেই জয়ের ধারা অব্যাহত রেখে প্লে-অফের পথে আরও এগিয়ে যাওয়ার হাতছানি সানরাইজার্সদের সামনে।
মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ জিততে হলে তাদের দুই সবথেকে বড় তারকা রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরার ছন্দে থাকাটা ভীষণই জরুরি। বুমরা কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন। তিন উইকেট নেন বুম বুম। দলের করুণ পরিস্থিতি হলেও তিনি কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তবে ছবিটা প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ক্ষেত্রে ভিন্ন। টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করলেও হালে তাঁর ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। শুরুর ছয় ম্যাচে রোহিত যেখান ১৬৭.৩১ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছিলেন, সেখানে গত পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৫ রান। হালকা চোটও রয়েছে তাঁর। সেই কারণেই কেকেআরের বিরুদ্ধে ইমপ্যাক্ট সাবের ভূমিকায় দেখা যায় তাঁকে। তাঁর ফিটনেসের দিকে নজর থাকবে এই ম্যাচে।