মুর্শিদাবাদের এনটিপিসির অ্যাসপন্ড লোহার ব্রিজ দিয়ে যেতে গিয়েই ব্রিজ থেকে পরে মৃত্যু ফরাক্কা এনটিপিসির এক ঠিকা শ্রমিকের।

মুর্শিদাবাদের এনটিপিসির অ্যাসপন্ড লোহার ব্রিজ দিয়ে যেতে গিয়েই ব্রিজ থেকে পরে মৃত্যু ফরাক্কা এনটিপিসির এক ঠিকা শ্রমিকের।

মুর্শিদাবাদের ফরাক্কা নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামায় তলিয়ে যায় ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা।ফলে বিকল্প রাস্তা হিসেবে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে।সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে জলে পরে মৃত্যু হল স্থানীয় এক এনটিপিসির ঠিকা শ্রমিকের।পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম প্রভু সিং। বয়স ৫১ বছর। বাড়ি নিশিন্দ্রা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিশিন্দ্রা গ্রামের প্রভু সিংহ নামে এক ব্যক্তি এনটিপিসিতে কাজে যাবার সময় দেখেন নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে জল যাচ্ছে।সেখান দিয়ে পারাপার করতে না পেরে পার্শ্ববর্তী এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন।বেসামাল হয়ে হঠাৎ ব্রীজ থেকে জলে পরে যায় ওই ব্যাক্তি।স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলেও তৎক্ষণাৎ জলে তলিয়ে যান।নিশিন্দ্রা কাটানে ব্রিজ না হওয়ার কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে।পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নিখোঁজ ব্যাক্তিকে খোঁজাখুঁজির কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − eighteen =