মুর্শিদাবাদের কান্দিতে জাল নোট সহ গ্রেফতার ১
৪৫ টি ১০০ টাকার জাল নোট গ্রেফতার এক যুবক। বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। ধৃত বানুপাড়া গ্রামের বাসিন্দা তুলুশি মন্ডলের কাছে থেকে ৪৫ টি জাল নোট সহ একটি প্রিন্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত তুলুশি মন্ডলকে বুধবার কান্দি মহকুমা আদালতে তুলেছে পুলিশ ।
