মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৫।
মুর্শিদাবাদ জেলার কান্দির সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা নেপাল সাহা খুনের ঘটনায় মূল অভিযুক্ত বরুন ঘোষ সহ মোট চার জনকে গ্রেফতার করল কান্দি থানার পুলিশ। রবিবার ধৃত বরুণ ঘোষ, ষষ্টী দলুই, সপ্তম ঘোষ ও তারক নাথা সাহাকে কান্দি মহকুমা আদালতে তুলে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। শনিবার রাতে বীরভূম থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে আটটার সময় সন্তোষপুর গ্রামের বাড়ি ফেরার সময় আন্দুলিয়া পঞ্চায়েত সদস্যা যমুনা সাহার স্বামী তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা নেপাল সাহার পথ আটকায় দুস্কৃতিরা। এক রাউন্ড গুলি চালানোর পাশাপাশি একাধিক ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় নেপাল সাহার। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত নেমে মূল অভিযুক্ত বরুণ ঘোষ সহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
