মুর্শিদাবাদের কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি বাইপাস মোড়ের কাছে। গাড়ির চাকায় পিষ্ট হয় ওই ব্যাক্তি। পরিচয় জানা যায়নি। তবে বাইকের নম্বরের ভিত্তিতে মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে কান্দি থানার পুলিশ। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি পালিয়ে যাওয়ায় গাড়ির খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা নজরে আসেনি কারোর। দেহ রাস্তার ওপর পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কান্দি থানার পুলিশকে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷