মুর্শিদাবাদের কান্দিতে শববাহী গাড়ি উল্টে আহত ৫।
ফের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা।মৃতদেহ নিয়ে শ্মশান যাওয়ার পথে শববাহী গাড়ি উলটে জখম ৫। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কান্দি বহরমপুর রাজ্য সড়কে কান্দি থানার পুরন্দরপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ময়না কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানেই চিকিৎসা চলছে আহতদের।জানা গিয়েছে, কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক প্রৌঢ়ার মৃত্যু হলে দেহ নিয়ে শেষকৃত্যের জন্য বহরমপুর নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটেছে।