মুর্শিদাবাদের নগরে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত ৭
বেসরকারি বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত দুই গাড়ির চালক সহ বাসের ৭ জন যাত্রী। শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার নগর পেট্রোলপাম্প মোড়ে। আহত দুই চালক সহ বাসের যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা খড়গ্রাম গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা গ্রস্ত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ওই রাস্তায়। বর্ধমান থেকে জঙ্গীপুর যাচ্ছিল বাসটি। উল্টো দিক থেকে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে।