এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা জাফরগঞ্জ গঙ্গা ঘাটে।ঘড়িয়াল দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা।ঘড়িয়াল হলো বিরল প্রজাতির মিঠাজলের কুমির বর্গের সরীসৃপ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে ফরাক্কার বিট অফিসার প্রভাস কুমার মন্ডল।মৎস্যজীবী সুত্রে জানা যায়,স্থানীয় মৎস্যজীবী কমল মন্ডল ও রঞ্জিত মন্ডল এদিন দুপুরে গঙ্গায় মাছ ধরার জন্য জাল ফেলে। সেই জাল উঠানোর সময় দেখে তার জালে একটি ঘেরিয়াল আটকে আছে। তারপর ঘড়িয়ালটিকে ডাঙ্গায় নিয়ে এসে জাল থেকে ছাড়িয়ে আবার গঙ্গায় বেঁধে রাখা হয়।যাতে ঘড়িয়ালটির কোন রকম ক্ষতি না হয়।বনদপ্তর আসলে তার হাতে তুলে দেবে বলে জানায় মৎসজীবিরা।