মুর্শিদাবাদের ভরতপুরে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ, ভাসুর ও জা -এর বিরুদ্ধে
গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের উঠল ভাসুর জা -এর বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ইব্রাহিমপুর গ্রামে। মৃত সরিফা বিবির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। মৃতের বাবার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজেও শুরু করেছে তল্লাশি। জানাগিয়েছে, পারিবারিক অশান্তির জেরে ঘটনার সূত্রপাত ২০ মে। মৃতের স্বামী বলাই সেখ কর্মসূত্রে বাইরে থাকায় সরিফা বিবিকে মারধর করে তার ভাসুর শুকুর সেখ, জা সরি বিবি ও পরিবারের অন্যান্যরা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে দীর্ঘ চিকিৎসার পর বুধবার বাড়ি ফেরে সরিফা বিবি। ফের তাকে লোহার রড দিয়ে মারধর করে অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সরিফা বিবির। অভিযুক্তদের কঠর শাস্তির দাবি তুলেছেন মৃতের বাবার পরিবারের লোকজন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
