মুর্শিদাবাদের ভরতপুরে বাইক দুর্ঘটনায় মৃত এক যুবক
মুর্শিদাবাদ জেলার ভরতপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কান্দি সালার রাজ্য সড়কে ভরতপুর থানার সিজগ্রাম মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম তফিজুর রহমান । বাড়ি ভরতপুর দক্ষিণপাড়া। বাইক নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় স্পীড ব্রেকার পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পীচ রাস্তার ওপর ছিটকে পরে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। বাইক চালকের মাথায় হেলমেট না থাকায় মাথায় গুরুতর চোট পায়। সেই কারণেই বাইক চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
