বাইকে করে বাড়ি ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা।বৃহস্পতিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার ধলার মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম রোবজুল সেখ(২৫) ও অসিকুল শেখ(২২)। অসিকুলের বাড়ি সুতি থানার মধুপুর এলাকা ও রোবজুলের বাড়ি সামসেরগঞ্জ থানার শেরপুর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন রাতে সুতি থানার চাঁদের মোড়ের দিক ধলার মোড় জাতীয় সড়ক হয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। সেসময় ধলার মোড় সংলগ্ন এলাকায় পেছন থেকে একটি লরি ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই ছিটকে পড়ে ওই দুই যুবক। সেখানেই মৃত্যু হয় তাদের। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।