মুর্শিদাবাদ জেলার ফরাক্কার শংকরপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত এক। সূত্রের খবর এদিন সকালে মালদা থেকে পিকআপ গাড়িটি বহরমপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িটিকে ধাক্কা মারে বলে জানা যায়। এরপরই গুরুতর আহত হন পিকআপ গাড়ি চালক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহত পিকআপ গাড়ির চালককে উদ্ধার করে ফারাক্কার বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে, কর্মরত চিকিৎসকরা ওই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।