মুর্শিদাবাদের ডোমকল থানার আমিনাবাদ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশী তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি তারপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঠিক কি কারণে তার কাছে এই আগ্নেয়াস্ত্র মজুত ছিল তা এখনো জানতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তার নাম প্রকাশ প্রামাণিক ওরফে (কালু) তার বাড়ি নদিয়া জেলার থানারপাড়া এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ওই ব্যক্তিকে আজ ৭ দিনে পুলিশই হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ তবে ওই ব্যক্তি কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ এমনটাই জানা যায়।
Home জেলা